ময়মনসিংহ সেক্টরে ১১ মাসে ৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০: বিজিবি

ময়মনসিংহ সেক্টরে ১১ মাসে ৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০: বিজিবি

ময়মনসিংহ সেক্টরে ১১ মাসে ৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০: বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ১১ মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় চালানো অভিযানগুলোতে মোট ৫৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করেছে বাহিনী।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবি মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক পাচার, চোরাচালান, জালনোট পাচার, অবৈধ পাথর ও বালু উত্তোলন প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ঠেকাতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কর্ণেল মোস্তাফিজুর রহমান আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র আসার আশঙ্কা বিবেচনায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় অপরাধচক্রগুলোকে সক্রিয় হওয়ার সুযোগ না দিতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ সেক্টরের সীমান্ত ঘেঁষা এলাকা দিয়ে চোরাচালান ও মাদক পাচারের প্রবণতা দীর্ঘদিনের, যা মোকাবেলায় বিজিবির নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *