সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার করল বিজিবি

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার করল বিজিবি

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এসব অস্ত্র ও গুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতেই নিয়ে এসেছিল দুষ্কৃতিকারীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান করতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাগলা নদীর তীরবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।

এ ঘটনায় শিবগঞ্জ থানার মামলা দায়েরের পর অস্ত্র ও গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি গত তিন বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ আসামিসহ ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *