ঢামেকে সেনা গোয়েন্দার ভুয়া পরিচয়ে প্রতারণাকারী আটক
![]()
নিউজ ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া সেনা সদস্যকে আটক করেছেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা।
রোববার (৩০ নভেম্বর) রাতে আটককৃত ওই ব্যক্তির নাম মো. সোহেল (২১)। ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ২১২ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
মো. সোহেল সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আনসারের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতারক গত ২৯ নভেম্বর নতুন ভবনের ৭০২ নং ওয়ার্ড থেকে হাসপাতালের ক্লিনার রমিজ মিয়ার কাছ থেকে সেনা গোয়েন্দা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন হাতিয়ে নেয়। এছাড়াও গত ৩০ নভেম্বর নতুন ভবনের ৮০২ নং ওয়ার্ডের এক রোগীর স্বজনের কাছ থেকে একই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়।
তারা আরও জানান, গতকাল পুরাতন ভবনের ২১২ নং ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করে কর্মরত মনিটরিং মাঠকর্মী, পিসি আলমগীর হোসেন, এপিসি আব্দুর রাজ্জাক, আনসার জাহাঙ্গীর আলম ও আনসার মজনু মিয়া।
তারা জানায়, প্রতারক সোহেল গত দুই দিন ধরে হাসপাতালে কর্মরত আনসার সদস্যদেরকেও সেনা গোয়েন্দা পরিচয়ে হুমকি-ধমকি প্রদান করে আসছিল।
তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক মো. সোহেল সিলেট সেনানিবাসের ১৭ এফআইইউ’তে কিছুদিন ধুপি হিসাবে কাজ করে। পরবর্তীতে সে শৃঙ্খলাজনিত কারণে চাকরিচ্যুত হয় এবং ভুয়া সেনা পরিচয়পত্র তৈরি করে, তা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা শুরু করে।
প্রতারক সোহেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।