বিতর্কিত দ্বীপের কাছে চীনা ও জাপানি টহল নৌযানের মুখোমুখি অবস্থান
![]()
নিউজ ডেস্ক
পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে চীন ও জাপানের কোস্টগার্ড মুখোমুখি অবস্থান নিয়েছিল। এই ঘটনায় দুই দেশ পরস্পরবিরোধী অবস্থানের কথা জানিয়েছে। মঙ্গলবার তিয়াওইয়ু তাও (জাপানি নাম সেনকাকু) দ্বীপের কাছে দুই পক্ষের নৌযান মুখোমুখি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কোস্টগার্ডের মুখপাত্র লিউ তেচুন বিবৃতিতে বলেন, চীনা উপকূলরক্ষীরা জাপানি জাহাজটির বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সতর্কবার্তা জারি করেছে এবং জাহাজটিকে ওই অঞ্চল থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে।
লিউ জানান, তিয়াওইয়ু তাও এবং এর সংলগ্ন দ্বীপপুঞ্জ চীনের স্বীকৃত ভূখণ্ড। জাপানকে এই জলসীমায় যেকোনও ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে জাপানি কোস্টগার্ড জানায়, ভোররাতেই তারা দুই চীনা কোস্টগার্ড জাহাজকে জাপানের জলসীমায় ঢুকতে দেখে বাধা দেয় এবং চলে যাওয়ার নির্দেশ দেয়। চীনা জাহাজগুলো চলে যাওয়া পর্যন্ত জাপানি মাছধরা নৌকার নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ঘটনাটি এমন সময় ঘটলো, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। নভেম্বরে পার্লামেন্টে প্রশ্নের জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন, বেইজিং তাইওয়ান আক্রমণ করলে টোকিও সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে চীন-জাপান সম্পর্ক তলানিতে পৌঁছায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।