রুমা জোনের মানবিক উদ্যোগ: দুর্গম মুয়ালপি পাড়ার ৯২ জন পেলেন বিনামূল্যের চিকিৎসা সেবা

রুমা জোনের মানবিক উদ্যোগ: দুর্গম মুয়ালপি পাড়ার ৯২ জন পেলেন বিনামূল্যের চিকিৎসা সেবা

রুমা জোনের মানবিক উদ্যোগ: দুর্গম মুয়ালপি পাড়ার ৯২ জন পেলেন বিনামূল্যের চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার দুর্গম মুয়ালপি পাড়ায় সেনাবাহিনীর রুমা জোনের মুয়ালপি পাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে দুই দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ ও ৫ ডিসেম্বর দিনব্যাপী পরিচালিত এই জনকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দেন রুমা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রুমা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দিনের এই চিকিৎসা সেবা ক্যাম্পে দুর্ভোগপীড়িত পাহাড়ি পাড়ার মোট ৯২ জন—শিশু, নারী ও পুরুষ—বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী পান। প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন।

চিকিৎসা নিতে আসা বম সম্প্রদায়ের দরিদ্র বাসিন্দারা জোন অধিনায়কের সঙ্গে তাদের পাড়ার নানা সমস্যা এবং ব্যক্তিগত কষ্টের কথা খোলামেলা আলোচনা করেন। স্থানীয় জনতার বক্তব্য শোনার পর জোন অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান সকল সমস্যার সমাধানে সার্বিক সহযোগিতা এবং ব্যক্তিগত সহায়তার আশ্বাস দেন।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় জনগণের কাছে আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে এবং পাহাড়ের মানুষের সঙ্গে সেনাবাহিনীর আস্থার বন্ধন আরও দৃঢ় করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed