দীঘিনালার দুর্গম এলাকায় শীতবস্ত্র নিয়ে দুঃস্থ পরিবারের পাশে সেনাবাহিনী

দীঘিনালার দুর্গম এলাকায় শীতবস্ত্র নিয়ে দুঃস্থ পরিবারের পাশে সেনাবাহিনী

দীঘিনালার দুর্গম এলাকায় শীতবস্ত্র নিয়ে দুঃস্থ পরিবারের পাশে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম চিনালছড়া, বাঁশডালা ও বাগান কুমার কার্বারী পাড়া এলাকায় শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক পিএসসি’র নির্দেশনায় ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল বাড়ি বাড়ি গিয়ে এসব শীতবস্ত্র পৌঁছে দেয়।

দীঘিনালার দুর্গম এলাকায় শীতবস্ত্র নিয়ে দুঃস্থ পরিবারের পাশে সেনাবাহিনী

শীতবস্ত্র পেয়ে স্থানীয় মিলাপুতি চাকমা (৬০) বলেন, “শীতে খুব কষ্ট হচ্ছে, সেনাবাহিনীর কম্বল পেয়ে খুব ভালো লাগছে।”

স্থানীয়দের মুখে সন্তোষ প্রকাশের এমন অনুভূতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

No photo description available.

দীঘিনালা জোনের ক্যাপ্টেন আবু রায়হান জানান, উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরত অধিকাংশ পরিবারই আর্থিক অনটনে ভুগছে, ফলে শীতবস্ত্র কেনা তাদের পক্ষে সম্ভব হয় না। সেনাবাহিনী এসব গরিব, দুঃস্থ ও অসহায় পরিবার চিহ্নিত করে নিয়মিতভাবেই শীতবস্ত্রসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। তিনি আরও জানান, “এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে শীতের তীব্রতা বাড়ায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *