দুর্গম পাহাড় থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে গুরুতর অসুস্থ নারীকে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর

দুর্গম পাহাড় থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে গুরুতর অসুস্থ নারীকে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন অত্যন্ত দুর্গম মাইনদারছড়া মুখ পাড়ায় বিশেষ সামরিক অভিযান পরিচালনাকালে গুরুতর অসুস্থ এক পাহাড়ি নারীকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করেছে সেনাবাহিনী।

গতকাল সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

May be an image of one or more people

সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ওই সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি প্রান্তিক পাহাড়ি জনগণের দুর্ভোগ লাঘবে সেনা সদস্যরা দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানের ব্যবস্থা করেন। চিকিৎসা গ্রহণ করতে গিয়ে স্থানীয় জুম চাষী সাগা তংচংগার স্ত্রী সিনাবি তংচংগা (৬০) কিডনি ও পেটের গুরুতর জটিলতা নিয়ে আসেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা গুরুতর হওয়ায় পাহাড়ি এলাকায় চিকিৎসা দেওয়া সম্ভব নয়।

ডিভিশন সদর থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তের পর সেনাবাহিনীর আর্মি এভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত হেলিকপ্টার পাঠায়। পরে সেখান থেকে সিনাবি তংচংগাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গম পাহাড় থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে গুরুতর অসুস্থ নারীকে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর

সেনাবাহিনী জানিয়েছে, তাদের চলমান অভিযান শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে, পাহাড়ের নিরীহ ও প্রান্তিক জনগণের বিরুদ্ধে নয়। পাহাড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, সেবা ও শান্তি নিশ্চিত করতে সামরিক অভিযান ও মানবিক কার্যক্রম সমানভাবে অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য এলাকায় সামরিক তৎপরতার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানোয় স্থানীয় জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed