সপ্তাহজুড়ে সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: আটক ৩৩
![]()
নিউজ ডেস্ক
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে গত ০৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ব্যাপক যৌথ অভিযান চালিয়ে মোট ৩৩ জন সন্দেহভাজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাতদল সদস্য, কিশোর গ্যাং সংশ্লিষ্ট ব্যক্তি ও চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক পরিচালিত এ অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, ১২টি ককটেল, দেশী-বিদেশী মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দমনে সেনাবাহিনী迅速 ও দায়িত্বশীল ভূমিকা রেখে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সামরিক বাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমন অব্যাহত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।