খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির মতবিনিময় সভা ও মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকার গংগা ধনছড়া, ঐশ্বনী কারবারি পাড়া ও নাড়াইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নানামুখি মানবিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
লোগাং জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের উপস্থিতিতে অসহায় পরিবারের মাঝে তিন বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় চারজন নারীকে সেলাই মেশিন এবং অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কের সভাপতিত্বে ওয়াইনথং বিওপি ও নাড়াইছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রবিউল ইসলাম এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
সভায় উপস্থিত সবাই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।