ত্রিপুরায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আইসিপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্বাঞ্চল রিজিয়ন সদর দপ্তর (সরাইল) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার কমান্ডার অলক কুমার চক্রবর্তী। সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এবং বিএসএফের ত্রিপুরা গোকুলনগর সেক্টর কমান্ডার ডিআইজি ভিজেন্দ্র কুমার কাসাগ, রাজ্যের ফটিকছড়ি ৪২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার অজয় কুমার ছাড়াও বিএসএফের বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়করা।

বিজিবি কর্তৃপক্ষ সূত্র জানায়, সৌহার্দপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পূর্বাঞ্চল সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি না চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা, বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গবাদিপশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিয়ে আলোচনা হয়েছে।

তাছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিনদী, কালন্দি খাল ও মরানদী দিয়ে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো পানি। যুগের পর যুগ এই পানিতে ভেসে আসছে বর্জ্য পদার্থ আর মদের খালি কাঁচের বোতল। ফলে দূষিত পানির কারণে স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। এ সমস্যা সমাধানেও আলোচনা হয়েছে বলে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed