খাগড়াছড়িতে নিরাপত্তাবাহিনীর হাতে প্রায় ১২ লক্ষ টাকাসহ ইউপিডিএফ কালেক্টর এ্যাকশন আটক
 
                 
নিউজ ডেস্ক
গত ২৩ ফেব্রুয়ারি রবিবার খাগড়াছড়ির ভাইবোনছড়ায় নিরাপত্তাবাহিনীর সাথে প্রসীত পন্থি ইউপিডিএফের গোলাগুলি ও সেখান থেকে অস্ত্র-গুলিসহ গুলিবিদ্ধ এক ইউপিডিএফ সন্ত্রাসীকে আটকের পর এবার জেলার দীঘিনালায় প্রায় ১২লক্ষ নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন সরঞ্জামসহ ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাট (গঙ্গারাম) এলাকার চিফ কালেক্টর আকাশ চাকমা ওরফে এ্যাকশন (৪৫) কে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটককৃত এ্যাকশন দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মগ্য কার্বারি পাড়া গ্রামের মৃত নলেন্দ্র চাকমার ছেলে।
নিরাপত্তাবাহিনী জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বাবুছড়া থেকে নিরাপত্তাবাহিনীর একটি দল টহল দেওয়ার সময় আকাশ চাকমা ওরফে এ্যাকশনকে দাঁড়াতে বলে। এসময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে তাকে তল্লাশী করে নগদ ১১ লক্ষ ৮৪ হাজার ৮শত ৪৫টাকা, ভারতীয় রুপী ১ হাজার ১শত ৫০টাকা, বিভিন্ন অলঙ্কার (স্বর্ণ ও রুপা), চাঁদার রশিদ বই, ৩টি ব্যাগ, ব্যক্তিগত ব্যবহার সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে পুলিশের নিকট হস্তান্তর করে নিরাপত্তাবাহিনী।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আকাশ চাকমা ওরফে এ্যাকশনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এরপর তাকে আদালতে সোর্পদ করা হবে।
