বান্দরবানে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে নিহতের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায় গত ২২ ফেব্রুয়ারি শনিবার উপজাতি সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহতের ঘটনায় মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাবত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, ক্যাপ্টেন তারু মিঞা এবং কাজী নাছিরুল আলম।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীদের দৌরাত্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। এসব অবৈধ তৎরপতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর জোরালো ভূমিকা রাখার আহবান করেন।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে জামছড়ি এলাকায় দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় একদল উপজাতি সন্ত্রাসী। এতে ঘটনাস্থলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু মারমা নিহত হন এবং ঘটনাস্থলে আতঙ্কে স্ট্রোক করে মারা যায় রাখইং মারমা নামে এক বৃদ্ধ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিল আরও পাঁচজন।
