রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমার ও ভারতের মধ্যে ৬টি চুক্তি স্বাক্ষর - Southeast Asia Journal

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমার ও ভারতের মধ্যে ৬টি চুক্তি স্বাক্ষর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইনে রাখাইন রাজ্যে, সেখান থেকে ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য টেকসই বসতি স্থাপন এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ব্যাপকভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভারত ও মিয়ানমার গতকাল ৬টি চুক্তি স্বাক্ষর করেছে। দিল্লির হায়দরাবাদ হাউসে গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিয়ানমারের প্রেসিডেন্ট উউইন মিন্ত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে উভয় দেশ ১০টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন।

চুক্তিগুলো হলো, প্রথম চুক্তি : দেশ ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের উদ্ধার করা, ফিরিয়ে আনা ও পুনর্বাসনে সহযোগিতা করা হবে। দ্বিতীয় চুক্তি : পুনর্বাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য ভারত ৩০০ কোটি রুপি দেবে। তৃতীয় চুক্তি : রাখাইনের গাওয়া শহরে পানি সরবরাহ ব্যবস্থা করা এবং মারুক হাসপাতাল নির্মাণে সহায়তা। চতুর্থ চুক্তি : রাখাইন রাজ্যের ৫টি শহরে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা করা। পঞ্চম চুক্তি : কিয়লিয়ায়ং অহলফু সড়ক নির্মাণ। ষষ্ঠ চুক্তি : রাখাইন রাজ্যে প্রাক-স্কুল বাল্যশিক্ষা চালু করার ব্যবস্থা।