খাগড়াছড়ি সফরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ও ইউনডিপির দুই প্রতিনিধি - Southeast Asia Journal

খাগড়াছড়ি সফরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ও ইউনডিপির দুই প্রতিনিধি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

একদিনের সফরে খাগড়াছড়ি এসেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ও ইউনডিপির দুই প্রতিনিধিসহ নেদারল্যান্ডসের তিন নাগরিক। ২রা মার্চ সোমবার সকালে সড়ক পথে খাগড়াছড়িতে প্রবেশ করেন হেন্ড্রিকুস গ্রেডার্স জোহানস (পাসপোর্ট নং- DHDBJ09R3), ডেসিরি মিশেল (পাসপোর্ট নং- DRR6DCP94) ও ভেরোনিকা লেডিয়া ব্রিগিট (পাসপোর্ট নং- DD56R6PD8)। খাগড়াছড়ি আসলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধিরা।

পরে তারা ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের কার্যালয় পরিদর্শন ও টাস্কফোর্স চেয়ারম্যান, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে দুপুর ২টায় বিদেশী নাগরিকদের জেলা সদরের এফএনএফ রেস্টুরেন্টে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মহিলা নের্তৃবৃন্দের সাথে (চাকমা, মারমা, ত্রিপুরাও বাঙ্গালী) বৈঠক করার কথা রয়েছে। এছাড়া বিকেলে তারা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় পরিদর্শন ও জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করবেন এবং রাতে খাগড়াছড়ি পর্যটন মোটেলে রাত্রিযাপন শেষে ৩রা মার্চ মঙ্গলবার সকালে রাঙ্গামাটির উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করবেন বলে জানা যায়।