মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে ৫জন নিহতের ঘটনায় বিজিবি সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে ৫জন নিহতের ঘটনায় বিজিবি সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যক্তিমালিকানাধীন গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও বিজিবির মধ্যকার সংঘর্ষের ঘটনায় বিজিবি সদস্যসহ ৫জন নিহতের ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজিবি সদর দপ্তর।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
“অদ্য ০৩ মার্চ ২০২০ তারিখ আনুমানিক ১১৪৫ ঘটিকায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর বাজার হতে ১০০ গজ দক্ষিণে বিজিবি’র একটি টহল দল অবৈধ কাঠ পাচাররোধে ব্যবস্থা নিলে বেসামরিক স্থানীয় লোকজন বিজিবি টহল দলকে ঘিরে ধরে। এতে বিজিবি টহল দল ও বেসামরিক জনগণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি, বিজিবি’র এক রাউন্ড ফাঁকা ফায়ার ও ধাক্কাধাক্কির রেশ ধরে এক পর্যায়ে বেসামরিক লোকজন বিজিবি’র অস্ত্র ছিনিয়ে নিয়ে অনিয়ন্ত্রিতভাবে গুলি বর্ষণ করে। আলোচ্য ঘটনায় বিজিবি’র সিপাহী শাওন ও ৫ জন বেসামরিক জনগনের গায়ে গুলি লাগে। ফলশ্রুতিতে বিজিবি সদস্য শাওন ও বেসামরিক ৪ জন মৃত্যুবরণ করে।”

“এতদপ্রেক্ষিতে বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। আলোচ্য ঘটনার প্রেক্ষিতে উনারা পৃথকভাবে ঘটনা তদন্তের কার্যক্রম শুরু করেছেন। সামগ্রিক ঘটনাটি তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”