মণিপুরে অবৈধ আফিম চাষ উচ্ছেদে যৌথ অভিযান, প্রায় ১৩ হেক্টর জমির আফিম ধ্বংস

মণিপুরে অবৈধ আফিম চাষ উচ্ছেদে যৌথ অভিযান, প্রায় ১৩ হেক্টর জমির আফিম ধ্বংস

মণিপুরে অবৈধ আফিম চাষ উচ্ছেদে যৌথ অভিযান, প্রায় ১৩ হেক্টর জমির আফিম ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের সেনাপতি জেলায় অবৈধ আফিম চাষ উচ্ছেদে গতকাল একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাপতি ফরেস্ট ডিভিশন, মণিপুর পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) এবং খাবুং গ্রামের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযান চালায়।

কর্তৃপক্ষ জানায়, সেনাপতি জেলার আপার ও লোয়ার খাবুং হিল রেঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১২ দশমিক ৯ হেক্টর জমিতে বিস্তৃত অবৈধ আফিম ফসল ধ্বংস করা হয়। অভিযানের সময় চাষাবাদস্থলে থাকা একটি অস্থায়ী কুঁড়েঘরও পুড়িয়ে ভেঙে ফেলা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই অবৈধ চাষের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা বলেন, অঞ্চলটিতে মাদক উৎপাদন ও পাচার রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধ আফিম চাষ জনস্বাস্থ্য ও জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে এবং এটি মাদকদ্রব্য ও মনস্তাত্ত্বিক পদার্থ নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস অ্যাক্ট), ১৯৮৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এদিকে যৌথ অভিযানে অংশ নেওয়া কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জেলার বাসিন্দাদের অবৈধ আফিম চাষ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটবর্তী থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *