পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ কচুছড়িমুখ বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের নিকটবর্তী একটি পরিত্যক্ত স্থান থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, কচুছড়িমুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে আনুমানিক ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের জিআর নম্বর ৯৮৭৯২৮।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ভোগ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী। এর মধ্যে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল, লাক্স, ডাভ, লাইফবয়, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল, সেনসোডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুরনাশক ওষুধ, ডারবিন ক্রিমসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার ৩৫ টাকা। এসব পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য ও রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকির বিরুদ্ধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ পণ্য প্রবেশ রোধ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত ও জোরালো অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *