বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করল সীপকস

বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করল সীপকস

বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করল সীপকস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)। সংগঠনটির উদ্যোগে শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলার ২৭ বিজিবি মারিশ্যা জোনের এগত্তর পার্কে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপ-শাখা সীপকস, মারিশ্যার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে শীতার্ত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। প্রবীণ নারী-পুরুষ, শিশু ও দরিদ্র পরিবারের সদস্যরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে পাহাড়ি এলাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকায় অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় বক্তব্যে সীপকসের সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবারের নারী ও শিশু সদস্যদের সার্বিক কল্যাণে নিবেদিত একটি শিক্ষামূলক ও কল্যাণমুখী সংগঠন।

তিনি বলেন, সভ্যতার ক্রমবিকাশে বাংলাদেশের নারীরা আজ পুরুষের পাশাপাশি সমাজের সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিজিবি পরিবারের নারী সদস্যদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে আত্মমর্যাদাশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সীপকস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, বিজিবিতে কর্মরত সদস্যদের স্ত্রী, কন্যা, বোন ও পোষ্যরা সীপকসের সদস্য হয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথ সুগম করছে।

স্থানীয়রা সীপকসের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে শীত মৌসুমে এ ধরনের সহায়তা অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *