‘শহীদ’ মনির হোসেনের নামে হলের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি মেডিকেল কলেজে ‘শহীদ’ মনির হোসেনের নামে একটি হলের নামকরণ, তার পরিবারের পুনর্বাসন ও সরকারি চাকরি প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রাক্কালে জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়েই রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পথ সুগম হয়। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ডের বিচার হয়নি। একই সঙ্গে তার পরিবার আজও রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে জীবন উৎসর্গকারী একজন তরুণের স্মৃতিকে রাষ্ট্রীয়ভাবে সম্মান না জানানো চরম অবহেলার শামিল। ‘শহীদ’ মনির হোসেনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করা হলে তা শুধু তার আত্মত্যাগের স্বীকৃতি নয়, বরং পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারে বাধা দেওয়া সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে একটি শক্ত বার্তা হবে।
সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ–এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, সড়ক যোগাযোগ, পর্যটন শিল্প ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করছে জেএসএস নামধারী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। তারা অভিযোগ করেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ও শিক্ষার্থী ও অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে ভর্তি কার্যক্রমে বাধা দেওয়া হয়েছিল, যা উন্নয়নবিরোধী অপশক্তির নগ্ন উদাহরণ।
সমাবেশ থেকে পিসিসিপির নেতৃবৃন্দ চার দফা জোর দাবি জানান—
১) অবিলম্বে ‘শহীদ’ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ,
২) তার পরিবারকে পুনর্বাসন ও যোগ্য সদস্যকে সরকারি চাকরি প্রদান,
৩) একই ঘটনায় গুরুতর আহত জামাল হোসেনকে উপযুক্ত ক্ষতিপূরণ,
৪) রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।