ভারতের মণিপুরে বিস্ফোরণকাণ্ডে আরও একজন গ্রেপ্তার, অস্ত্র–গ্রেনেড উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
মণিপুরের বিষ্ণুপুর জেলায় একটি জ্বালানি পাম্পে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইম্ফল পশ্চিম জেলার লামফেল সানা কেইথেল এলাকা থেকে ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মূল অভিযুক্তের সহযোগী হিসেবে বিস্ফোরণ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তাকে ১৫ জানুয়ারি হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএমজি কারবাইনসহ চারটি ভর্তি ম্যাগাজিন, একটি ৯ মিলিমিটার পিস্তল, দুটি উচ্চক্ষমতাসম্পন্ন (এইচই) হ্যান্ড গ্রেনেড এবং দুটি ডিটোনেটর। এসব অস্ত্র–বিস্ফোরক নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে একই ঘটনায় নিষিদ্ধ সংগঠন কাংলেই ইয়াওল কান্না লুপ (কেওয়াইকেওয়েল)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি কাকচিং জেলার কমনাও মাখা লেইকাই এলাকা থেকে আটক হন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় বিষ্ণুপুর জেলার মইরাং থানা লেইকাই এলাকার এলিডাস জ্বালানি পাম্পে একটি বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর নিরাপত্তাজনিত কারণে মণিপুরের উপত্যকা অঞ্চলের সব জ্বালানি পাম্প টানা তিন দিন বন্ধ রাখা হয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মণিপুরে সশস্ত্র সহিংসতা ও বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করেছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।