রাঙামাটির থেগামুখে প্রস্তাবিত স্থলবন্দর ও সীমান্ত সড়ক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল - Southeast Asia Journal

রাঙামাটির থেগামুখে প্রস্তাবিত স্থলবন্দর ও সীমান্ত সড়ক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার থেগামুখে প্রস্তাবিত স্থলবন্দর ও (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) সড়ক প্রকল্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে গিয়ে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেনাবাহিনী ও বিজিবির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে বেলা ২টার দিকে ভারত সীমান্তবর্তী রাঙামাটির ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) দায়িত্বপূর্ণ থেগামুখ বিওপিতে যান তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজিপি ড. জাবেদ মোহাম্মদ পাটোয়ারী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মদ, ডিজি আনসার অ্যান্ড ভিডিপি, ইঞ্জিনিয়ার ইন চিফ, ডিজি ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রস্তাবিত সীমান্ত সড়ক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং দেন ২৬ ইসিবির মেজর সাখাওয়াত। এছাড়া সার্বিক ব্যবস্থাপনাসহ বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার ও ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরিদর্শন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে সফরসঙ্গীসহ হেলিযোগে বাকলাইপাড়া সেনা ক্যাম্পের উদ্দেশে থেগামুখ বিওপি ত্যাগ করেন তিনি।

এর আগে সকালে সেনাবাহিনীর ২০ ইসিবির অধীনে নির্মিত সাজেকের সিজকছড়া থেকে উদয়পূর পর্যন্ত ২০ কিলোমিটার নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন মন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

এসময় প্রতিনিধি দলের সাথে খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবিরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।