সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বপ্রনোদিত হয়ে আদেশ, গণপরিবহণের সংখ্যা জানাতে হবে আদালতকে
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার সাত উপজেলাসহ পুরো জেলার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্বপ্রণোদিত হয়ে আদেশ জারি করেছেন আদালত। আদেশে বান্দরবান সড়কে প্রতিদিন চলাচলরত গণপরিবহন এবং এসব পরিবহণের রুট পারমিট-ড্রাইভিং লাইসেন্সসহ আনুষঙ্গিক তথ্য আদালতে সরবরাহের জন্য জেলা পুলিশ সুপার ও বিআরটিএ কর্মকর্তাকে বলেছেন আদালত।
গত বুধবার (১১ মার্চ) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন বলে ওই আদালতে পেশকার রিয়াজুল ইসলাম সজীব জানিয়েছেন।
