সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বপ্রনোদিত হয়ে আদেশ, গণপরিবহণের সংখ্যা জানাতে হবে আদালতকে - Southeast Asia Journal

সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বপ্রনোদিত হয়ে আদেশ, গণপরিবহণের সংখ্যা জানাতে হবে আদালতকে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার সাত উপজেলাসহ পুরো জেলার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্বপ্রণোদিত হয়ে আদেশ জারি করেছেন আদালত। আদেশে বান্দরবান সড়কে প্রতিদিন চলাচলরত গণপরিবহন এবং এসব পরিবহণের রুট পারমিট-ড্রাইভিং লাইসেন্সসহ আনুষঙ্গিক তথ্য আদালতে সরবরাহের জন্য জেলা পুলিশ সুপার ও বিআরটিএ কর্মকর্তাকে বলেছেন আদালত।

গত বুধবার (১১ মার্চ) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন বলে ওই আদালতে পেশকার রিয়াজুল ইসলাম সজীব জানিয়েছেন।