বাঘাইছড়িতে জেএসএস (সন্তু) কর্তৃক ইউপি সদস্য ও শিক্ষকসহ তিন জনকে অপহরণ! - Southeast Asia Journal

বাঘাইছড়িতে জেএসএস (সন্তু) কর্তৃক ইউপি সদস্য ও শিক্ষকসহ তিন জনকে অপহরণ!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে সন্তু লারমার নেতৃত্বাধীন উপজাতি আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস কর্তৃক গভীর রাতে অস্ত্রের মুখে ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকসহ তিন জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অহৃতরা হলেন, উগলছড়ির মৃত থালমনি চাকমার পুত্র ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক পূর্নকিশোর চাকমা (৬৫), বাঘাইছড়ি সদর ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জীবতলী এলাকার মৃত চন্দ্র লাল চাকমার ছেলে সমিরন চাকমা (৩৮) ও মধ্য বাঘাইছড়ির বিপুলেশ্বর চাকমার ছেলে মেরিন চাকমা।

শনিবার (১৪ মার্চ) মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়ী থেকে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায় একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা। এই ঘটনার জন্য জেএসএস (সন্তু)’কে দায়ী করেছে অপহৃত পরিবারের সদস্যরা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মনজুর অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি গভীর রাতে অস্ত্রের মুখে জেএসএস সন্তু লারমা দলের লোকজন তাদের অপহরণ করেছে। অপহৃত লোকজন জেএসএস (এমএন লারমা) দলের লোকজনের আত্মীয়স্বজন হওয়ায় তাদের অপহরণ করে থাকতে পারে বলে জানান তিনি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।