২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত দেশের সকল গণপরিবহন বন্ধ, বন্ধ হচ্ছে রেল-নৌযানও - Southeast Asia Journal

২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত দেশের সকল গণপরিবহন বন্ধ, বন্ধ হচ্ছে রেল-নৌযানও

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী মহামারি রুপ ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আগামী ২৬শে মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ঠা এপ্রিল (রোববার) পর্যন্ত দেশের সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি সকালে লোকাল-মেইল-কমিউটার ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে।

এদিকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ২৪শে মার্চ মঙ্গলবার বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে, গত ২৩ মার্চ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা ভাইরাস এর সংক্রমন ঠেকাতে ২৪ মার্চ মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে সরকার। পাশাপাশি আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত সকল সরকারী-বেসরকারী সকল দপ্তরে সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।