প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজারে করোনা রোগী সনাক্ত - Southeast Asia Journal

প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজারে করোনা রোগী সনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী মহামারি আকাছে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রথম বারের মতো পর্যপন নগরী কক্সবাজারে আক্রান্ত একজনের খোঁজ পাওয়া গেছে। আক্রান্ত মোসলিমা খাতুন কক্সবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমানের মা বলে জানা গেছে। ৭০ বছর বয়সের ঐ নারীর বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালীতে। তিনি সৌদি আরব ফেরত ছিলেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, মোসলিমা খাতুন কয়েকদিন আগে থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তার রোগের লক্ষণে করোনা ভাইরাস মনে হওয়ায় তার শরীরের স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর এর ল্যাবে পাঠানো হয়েছিল। ২৪ মার্চ (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে তার রিপোর্ট পাঠানো হয়। সেখানে তার রিপোর্টে করোনা ভাইরাস জীবাণু পজেটিভ পাওয়া যায়। অর্থাৎ রিপোর্টে মোসলিমা খাতুনের শরীরে করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মোসলিমা খাতুন বয়স্ক রোগী হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে আগে থেকেই প্রস্তুতকৃত ১০ বেডের করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ‍তিনি।