খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্র ও বিদেশী মুদ্রাসহ ইউপিডিএফ (প্রসীত) চাঁদাবাজ আটক - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্র ও বিদেশী মুদ্রাসহ ইউপিডিএফ (প্রসীত) চাঁদাবাজ আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে প্রসীত পন্থি ইউপিডিএফের এক চাঁদাবাজকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ৩১শে মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দীঘিনালা উপজেলার কৃপাপুর এলাকায় অভিযান চালিয়ে আশাপূর্ন চাকমা(৪১) নামে ঐ চাঁদাবাজকে আটক করা হয় বলে জানা যায়।

নিরাপত্তাবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশাপূর্ন চাকমাকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ১৪ হাজার টাকা এবং বেশকিছু ভারতীয় ও চাইনিজ মুদ্রাসহ আটক করা হয়। এছাড়াও তার কাছে অবৈধ লিফলেট, চাঁদা কালেকশন বইসহ বেআইনি নথিপত্র পায় নিরাপত্তাবাহিনী। এদিকে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনের আওতায় পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

স্থানীয়রা জানায়, আটককৃত সন্ত্রাসী একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে এলাকায় পরিচিত ছিল। তার নামে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। অবৈধ চাঁদার জন্য সে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ কে হয়রানি এবং নির্যাতন করে আসছিলো। তার আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বিশিষ্ট নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ মনে করছেন, নিরাপত্তাবাহিনী আশাপূর্ণ চাকমার মত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এলেই পাহাড়ে শান্তি ফিরে আসবে।