খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে হামে আক্রান্তদের বিশুদ্ধ পানি সরবরাহে অনুদান প্রদান, জেলা প্রশাসকের অনুদান ফেরত দিয়েছে টিএসএফ - Southeast Asia Journal

খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে হামে আক্রান্তদের বিশুদ্ধ পানি সরবরাহে অনুদান প্রদান, জেলা প্রশাসকের অনুদান ফেরত দিয়েছে টিএসএফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সম্প্রতি হামরোগে আক্রান্ত জেলার দীঘিনালা ও ভাইবোনছড়ার বিভিন্ন পাড়ায় সাময়িক বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান ও উন্নত মানের পাঁচটি নলকূপ স্থাপন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত ১২ এপ্রিল রবিবার বিকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আজীবন সদস্য ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরার হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় তিনি, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কর্মীদের হামরোগে আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট এমন এলাকার জনপ্রতিনিধি ও পাড়া প্রধানদের সাথে সমন্বয় করে তথ্য সংগ্রহ করতে বলেন এবং স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও জেলা পরিষদ ভাইবোনছড়া ইউনিয়নে হামরোগে আক্রান্ত এলাকায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে অতিশীঘ্রই উন্নত মানের পাঁচটি নলকূপ স্থাপনের কাজ শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, সংগঠনের খাগড়াছড়ি জেলা সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা, কলেজ শাখার সভাপতি টেটু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এদিকে গত শনিবার (১১ এপ্রিল) সাংগঠনিক ভাবে কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে দীঘিনালা সড়কের ৭ মাইল, ৮ মাইল, রথিচন্দ্র কার্বারী পাড়া, ৯ মাইল, তপন কার্বারী পাড়া, মাইতৈ পাড়া ও সীমানা পাড়াসহ কয়েকটি পাড়ায় সাময়িকভাবে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রথমবস্থায় খাগড়াছড়ি জেলা প্রশাসন হতে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরার হাতে নগদ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন।

পরবর্তীতে এর একদিন পরে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও সিভিল সার্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে খাগড়াছড়ি পার্বত্য জেলার হাম রোগ সম্পর্কে ত্রিপুরাদের কুসংস্করের কারণে হাম রোগ হয়েছে বলে বক্তব্যে উত্থাপনের অভিযোগ ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকেও একজন ত্রিপুরা সম্প্রদায়ের লোক ইঙ্গিত করার অভিযোগ এনে সংগঠনের প্যাডে সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে জেলা প্রশাসকের উক্ত অনুদানের চেক ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন।