বান্দরবান স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উ চ হ্লা ভান্তের মৃত্যু - Southeast Asia Journal

বান্দরবান স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উ চ হ্লা ভান্তের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা ও খিয়ং ওয়া কিয়ং এর বিহারের অধ্যক্ষ, বৌদ্ধ ধর্মীয় গুরু উপঞঞাজোত মহাথেরো (উ চ হ্লা ভান্তে) আর নেই। ১৩ এপ্রিল সোমবার সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। তিনি আর নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে অবস্থানরত বান্দরবান পরিবার পরিকল্পণা বিভাগের উপ-পরিচালক ডা: অং চালু। মৃত্যুকালে এই ধর্মীয় গুরুর বয়স হয়েছিল ৬৪ ।

তিনি আরো জানান, গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, উ চ হ্লা ভান্তে ১৯৫৫ সালে ২২শে ডিসেম্বর বান্দরবান পার্বত্য জেলার রাজপরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে ৭ই জুন চিংম্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উপন্ডিত মহাথের কাছে প্রব্রজ্যা গ্রহণ (গৃহজীবন ত্যাগ) করে সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত হন । এর ৬ মাস পরই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে তিনি উপসম্পদা (ভিক্ষুত্ব) গ্রহণ করেন। ১৯৮১ সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে L.L.B (Hons), ১৯৮২ সালে L.L.M এবং ১৯৮৩ সালে B.C.S পাশ করেন। B.C.S পাশের পর তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর মাত্র ১২ বছর তিনি কর্মজীবনে ছিলেন। ২০০২ সালে জুলাই মাসে অনাথ ও গরীব ছেলেদের জন্য বি হ্যাপী লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করেন। এছাড়াও বান্দরবানের পর্যটন কেন্দ্র বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির) এবং রাম জাদির প্রতিষ্ঠাতাও তিনি। এছাড়া তিনি ভারতের বুদ্ধগয়া, মিয়ানমার ও থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির স্থাপনে তার ভূমিকা ছিলো।

তবে সুনামের পাশাপাশি কুখ্যাতিরও কমতি ছিলোনা উচহ্লা ভান্তের। বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন ও প্রতিষ্ঠানের ভূমি দখল করে মন্দির নির্মানসহ নানা কারণে তিনি স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে ছিলেন বান্দরবানের সবচেয়ে বেশী সমালোচিত এক নাম।