এবার মাটিরাঙ্গা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে এক ভারতীয় মানসিক ভারসাম্যহীন যুবকের অবস্থান
ছবি- রামগড় ও সাবরুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত মানসিক ভারসামহীন নারী।
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ও সাবরুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গত প্রায় ২ সপ্তাহ ধরে এক মানসিক ভারসাম্যহীন নারীর অবস্থানের পর এবার জেলার মাটিরাঙ্গা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে এক ভারতীয় মানসিক ভারসাম্যহীন যুবকের অবস্থানের খবর পাওয়া গেছে।
সূত্র মতে, ১৭ এপ্রিল বিকেল থেকেই এক মানসিক ভারসামহীন যুবক মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা সীমান্তের সীমান্ত পিলার ২২২৮- ৪বিআর নং পিলার থেকে অন্তত ৫শ গজ দূরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। খবর পেয়ে ৪০ বিজিবির (পলাশপুর জোন) একটি দল ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এসময় বিজিবি সদস্যরা উক্ত ভারতীয় মানসিক ভারসামহীন যুবকের সাথে কথা বলার জন্য স্থানীয় একজনকে পাঠালে উক্ত যুবক নিজেকে ভারতের ওমরপুরের বাসিন্দা বলে জানায়। পরে বিজিবি টহল দলের পক্ষ হতে ভারতীয় সীমান্তের আচার্য পাড়া বিএসএফ ক্যাম্পে খবর পাঠিয়ে উক্ত যুবকের বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানালে বিএসএফ সদস্যরা আগামী ১৮ এপ্রিল শনিবার পতাকা বৈঠকে মিলিত হবার সম্মতি দেয় বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সদস্য জানান, মানসিক ভারসাম্যহীন ঐ যুবকের বিষয়ে বিএসএফ সদস্যরা আগামী ১৮ এপ্রিল শনিবার পতাকা বৈঠকে মিলিত হবার সম্মতি দিলেও এখনো পতাকা বৈঠকের সময় নির্ধারণ করা হয়নি। এমতাবস্থায় সীমান্তে বিজিবি সদস্যরা তাদের টহল অব্যাহত রেখেছে।
এর আগে, গত ২রা এপ্রিল থেকে খাগড়াছড়ির রামগড় ও সাবরুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে নদীর বালুচরে অবস্থান করছে এক মানসিক ভারসাম্যহীন নারী। তাকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করছেন রামগড় সীমান্তবর্তী কয়েকটি পরিবার। এ বিষয়ে বেশ কয়েকবার বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক হলেও তাতে কোন সিদ্ধান্তই নিতে পারেনি দু’দেশ।