করোনা পরিস্থিতিতে নিজেদের রেশন বাঁচিয়ে রাঙামাটিবাসীর পাশে সেনাবাহিনী - Southeast Asia Journal

করোনা পরিস্থিতিতে নিজেদের রেশন বাঁচিয়ে রাঙামাটিবাসীর পাশে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে মাঠে থেকে সাধারণ জনগণের অবাদে চলাচল নিয়ন্ত্রনের পাশাপাশি এবার পার্বত্য জেলা রাঙামাটিতে নিজেদের ও পরিবারের জন্য নির্ধারিত সরকারী রেশণের অংশ বাঁচিয়ে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১৮ এপ্রিল শনিবার সকালে রাঙামাটি শহরের সিও অফিস, কলেজ গেইট, পাবলিক হেলথ্ ও কৃষি ফার্ম এলাকায় দুইশতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করে রাঙামাটি রিজিয়ন। খাদ্য সামগ্রীর মধ্যে হয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও আটা।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে জানানো হয়, তাদের জন্য নির্ধারিত রেশন সামগ্রী থেকে বাচাঁনো খাদ্য সামগ্রী করোনা ভাইরাসের ফলে খেটে খাওয়া হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, আলু ৫ কেজি, পেয়াজ ১ কেজি ও আটা ২ কেজি।

এসময় ত্রাণ নিতে আসা দরিদ্র নিম্ন আয়ের মানুষ সেনাবাহিনীর এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘করোনার কারনে কোন কাজকর্ম নাই। এলাকার কাউন্সিলর গত মাসে একবার ত্রাণ দিয়েছে। সেগুলো তো অনেক আগে শেষ হয়েছে। অনেক কষ্টে দিন যাচ্ছে বউ বাচ্চা নিয়ে। সেনাবাহিনীর ত্রাণ পাওয়াতে অনেক উপকরা হলো। আরো কয়েকদিন বিনা টেনশনে দিন চলে যাবে তাদের।

কৃষি ফার্ম এলাকার বাসিন্দা মনিকা চাকমা বলেন, ‘আমার স্বামী একটি কোম্পানীতে চাকরী করে কিন্তু কোম্পানীতে বেঁচা কেনা নাই বলে এখনো বেতনও পাইনি। সরকার ত্রাণ দিচ্ছে কিন্তু লাইনে গিয়ে ত্রাণ নিতে লজ্জা করে। আজ সেনাবাহিনীর লোকজন বাড়িতে এসে ত্রাণ দিয়ে গেলো, খুব ভালো লাগছে, ধন্যবাদ তাদের।