বান্দরবানে কর্মহীনদের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ অব্যাহত - Southeast Asia Journal

বান্দরবানে কর্মহীনদের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ অব্যাহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখা। গত ১৪ এপ্রিল বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডর শেরেবাংলা এলাকায় ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। এসময় মানুষের হাতে দৈনন্দিন জীবনের খাদ্য দ্রব্য সামগ্রী তুলে দেন তারা।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি কাজী মোঃ মুজিবর রহমান, পৌর সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী, মোঃ মিজানুর রহমান আখন্দ, মোঃ শাহ জালাল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা নামক মহামারীর থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে। এছাড়া জনসাধারনকে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান তারা।

এর আগে, গত ১৩ এপ্রিল বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ মাঠ পাড়া এলাকায় ত্রাণ বিতরণ করে সংগঠনটি।