রাঙামাটির নানিয়ারচরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) কর্মী আটক - Southeast Asia Journal

রাঙামাটির নানিয়ারচরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) কর্মী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলায় অভিযান পরিচালনা করে প্রসীত পন্থি ইউপিডিএফের এক সশস্ত্র কর্মীকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। ২০ এপ্রিল সোমবার ভোরে নানিয়ারচর উপজেলার খুল্যানপাড়া এলাকা থেকে অনল চাকমা ওরফে তাকলু (৩০) নামে ঐ ইউপিডিএফ কর্মীকে আটক করা হয়। আটককৃত অনল উপজেলার খুল্যানপাড়ার শান্তিয়া চাকমার ছেলে বলে জানা গেছে।

সূত্র মতে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খুল্যানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় অনল চাকমাকে ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, নগদ টাকা ও মোবাইল সেটসহ আটক করতে সক্ষম হয় যৌথবাহিনীর সদস্যরা। সূত্র আরো জানায়, আটককৃত অনল চাকমা প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক উপজাতি সশস্ত্র দল ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের সদস্য।

আটকের সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক রাঙ্গামাটির আদালতে প্রেরণ করা হয়েছে।