খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী হত্যার দায়ে উপজাতি যুবক আটক - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী হত্যার দায়ে উপজাতি যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে পারিবারিক ঝগড়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী অনন্ত ত্রিপুরা (২৮) নামে এক যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ। গত ২২ এপ্রিল বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতারের পর পুলিশের কাছে নিজের স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী অনন্ত ত্রিপুরা।

সূত্র মতে, উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি গ্রাম রশ্বিয়া পাড়ার জরি চন্দ্র ত্রিপুরার ছেলে অনন্ত ত্রিপুরা গত ১৮ এপ্রিল বিকালে সাংসারিক বিষয় নিয়ে স্ত্রী রন্দবালা ত্রিপুরার (২২) সাথে ঝগড়া করেন। এক পর্যায়ে অনন্ত উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয়। এতে স্ত্রী রন্দবালা মাটিতে লুটিয়ে পড়েন। কোদালের আঘাতে তার মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বামী ও পরিবারের লোকজন নিহতের লাশ দ্রুত দাহ করে ফেলে।

নিহত রন্দবালা ত্রিপুরার বাবা রাজ কুমার ত্রিপুরা জানান, ঘটনাটি স্বামী বা তার পরিবারের পক্ষ থেকে তাদের কাছে গোপন রাখা হয়। ঘটনার দুদিন পর, ২০ এপ্রিল প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তারা মেয়ে জামাই অনন্তর বাড়িতে ছুটে যান। এ সময় রন্দবালার স্বামী কৌশলে বাড়ি থেকে সরে যায়। তিনি বলেন, রন্দবালার দুটি মেয়ে আছে। ছোট মেয়েটির বয়স দেড় বছর।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাবা রাজ কুমার ত্রিপুরা বুধবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় থানায় এসে মেয়ের হত্যার ঘটনায় একটি এজাহার দায়ের করেন। এরপরই পুলিশ আসামীকে গ্রেফতারে মাঠে নামে। বুধবার রাত ৯টার দিকে রশ্বিয়া পাড়া এলাকা থেকে আসামি অনন্ত ত্রিপুরাকে গ্রেফতার করা হয়।

You may have missed