রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ দোকানীকে ৭হাজার টাকা জরিমানা - Southeast Asia Journal

রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ দোকানীকে ৭হাজার টাকা জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের সংকটকালীন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রন ও মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাঙামাটি জেলা শহরে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

গত ২৯শে এপ্রিল বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অতিরিক্ত দামে পন্য বিক্রির দায়ে ১ফল ব্যবসায়ী ও ৩ মুদি দোকানিকে ৭ হাজার টাকা জরিমান করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন বলেন, “পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্দ্যোগে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিতকরনের পাশাপাশি প্রতিদিন বাজার মনিটরিং করছি। তারই অংশ হিসেবে আজকে আমরা রিজার্ভ বাজার মনিটরিং এ আসি। এখানে বেশ কিছু দোকানে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। আমরা ভোক্তা অধিকার আইন ও সংরক্ষণ এর বিভিন্ন ধারায় অতিরিক্ত মূল্য আদায় করার জন্য বিভিন্ন মেয়াদে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করি। যাতে এ রমজান মাসে সাধারন জনগন স্বস্তিতে থাকতে পারে এবং বাজার দর যাতে স্থিতিশীল থাকে।”

অভিযানে পুলিশ, সেনাবাহিনীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may have missed