লক্ষ্মীছড়িতে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক ১
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির লক্ষীছড়িতে আহম্মদ আলী (৪৮) নামের এক সবজি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সন্দেহে আলেয়া বেগম (৪৮) নামে ঐ নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) উপজেলার মূয়রখীল ৯ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, গত ৭মে বৃহস্পতিবার সন্ধ্যায় আহম্মদ আলী গরু খোঁজার জন্য প্রতিবেশী ফিরোজের আম বাগানে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরেনি। সকালে খোঁজাখুঁজি শুরু হলে সকালে ফিরোজের আম বাগান থেকে আহম্মদ আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফিরোজের স্ত্রী আলেয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের শ্বশুর সোলেয়মান। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলীকে হত্যা করা হয়েছে।
লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, ঘটনাটি শোনার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ সেই বিষয়ে এখনো নিশ্চিত না। তবে নিহতের শরীর জখম এবং বৈদ্যুতিক সকের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।