রাতের আঁধারে গাড়ি থামিয়ে ডাকাতিকালে গুইমারায় উপজাতি এক ডাকাত সদস্য আটক - Southeast Asia Journal

রাতের আঁধারে গাড়ি থামিয়ে ডাকাতিকালে গুইমারায় উপজাতি এক ডাকাত সদস্য আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা সড়কে রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-খাগড়াছড়ি রুটে চলাচলরত গাড়ি থামিয়ে ডাকাতি চক্রের এক সক্রিয় উপজাতি সদস্যকে ডাকাতিকালে আটক করার খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় গাড়ি থামিয়ে ডাকাতিকালে তাকে আটক করা হয়। আটককৃত ইশান ত্রিপুরা এমিলিয়ন (২০) উপজেলার সদর ইউনিয়নের কুন্তি চন্দ্র কার্বারী পাড়ার কুজেন্দ্র ত্রিপুরার ছেলে।

সূত্র মতে, গতরাতে খাগড়াছড়ি হতে আসা একটি পিক আপ মাছ নিয়ে চট্টগ্রাম জেলার বারইয়ারহাট যাওয়ার সময় একদল উপজাতি ডাকাত বুদং পাড়ি এলাকায় গাড়িটিকে থামার সংকেত দিলে ড্রাইভার মোঃ রুবেল গাড়িটি না থামিয়ে চলে যেতে উদ্যত হয়। এসময় ডাকাতরা গাড়িটির সামনে গ্লাসে ইট মারলে গাড়িটির সামনের গ্লাস ভেংগে ড্রাইভারের গায়ে লাগে। পরক্ষনে ড্রাইভার গাড়িটি থামিয়ে সাহসিকতার সহিত গাড়িতে থাকা সহকারীসহ ডাকাতদের ধাওয়া করে ও চিৎকার করে। এসময় চিৎকার শুনে স্থানীয় সাধারন জনগন এগিয়ে আসে এবং ডাকাত দলের একজনকে (এমিলিয়ন) আটক করে।

খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ আটককৃত এমিলিয়নকে থানা হেফাজতে নিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর এমিলিয়ন ত্রিপুরার সাথে থাকা অন্য চার উপজাতি ডাকাত দলের সদসকে শুক্রবার (৮ মে) বিকেলে গুইমারা পুলিশের হাতে তুলে দিয়েছে তাদের অভিভাবকরা।

এদের মধ্যে রয়েছে উপজেলার কুন্তি কুমার কার্বারী পাড়ার চাইথোয়াই মারমার ছেলে নুনু মারমা (১৮), খতিন্দ্র ত্রিপুরার ছেলে সবুজ ত্রিপুরা (১৯), জুরিন্দ্র ত্রিপুরার ছেলে খমিন ত্রিপুরা (১৯) ও মাটিরাঙ্গা উপজেলার ওয়াসু এলাকার অইঅং ত্রিপুরার ছেলে মেছি ত্রিপুরা (১৮)।

পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে গুইমারা থানায় মামলা দায়েরপূর্বক তাদের জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।