রাঙামাটিতে মন্দিরের প্রতিমা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আটক ২ - Southeast Asia Journal

রাঙামাটিতে মন্দিরের প্রতিমা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

গত ১৩মে রাঙামাটি পার্বত্য জেলা শহরের ফিশারি সংযোগ সড়কের পাশে অবস্থিত বৃক্ষদেবতা মগদেশ্বরী সেবাখোলা মন্দিরের প্রতিমা ও ঘর ভাঙচুর এবং দানবাক্স লুটের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। গত ১৬ মে রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খান নুরুল ইসলাম।

আটকের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতির কারণে প্রক্রিয়াগত বিষয়ে একটু দেরি হচ্ছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা গ্রেফতারকৃতরা হলো- মো: আলমগীর হোসেন এবং মোঃ পারভেজ মোশাররফ।

অফিসার ইনচার্জ (তদন্ত) খান নুরুল ইসলাম আরো জানিয়েছেন, আটককৃতরা ওই এলাকার চিহ্নিত মাদকসেবি এবং সামাজিক অপকর্মের সাথে জড়িত। এর আগেও এদের বিরুদ্ধে বাস টার্মিনাল এলাকায় মসজিদের দানবাক্স ভেঙ্গে লুট করার অভিযোগ আছে। এদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছি আমরা। এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত তথ্য বের হয়ে আসবে বলে মনে করছি আমরা।’ ‘এই দুইজনের সাথে আরো ২/৩ জন মিলে একটা গ্রুপ আছে, যারা ফিসারী সংযোগ সড়ক,বাস টার্মিনাল ও শান্তিনগর এলাকায় নানান অসামাজিক কার্যকলাপ করে আসছে’ বলেও জানান তিনি। এই পুরো গ্রুপটাকেই ধরার চেষ্টা করছে পুলিশ, এ তথ্যও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।