রামগড়ে বাঙালি কৃষকের কাছে ইউপিডিএফ (প্রসীত)’র চাঁদা দাবি, স্থানীয়দের প্রতিরোধের মুখে ফাঁকা গুলি ছুড়ে পলায়ন - Southeast Asia Journal

রামগড়ে বাঙালি কৃষকের কাছে ইউপিডিএফ (প্রসীত)’র চাঁদা দাবি, স্থানীয়দের প্রতিরোধের মুখে ফাঁকা গুলি ছুড়ে পলায়ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সশন্ত্র সন্ত্রাসীদল কর্তৃক এক বাঙালি কৃষকের কাছে চাঁদা চাইতে এসে স্থানীয়দের প্রতিরোধের মুখে ফাঁকা গুলি ছুড়ে সেখান থেকে পালানোর খবর পাওয়া গেছে। ২৮শে মে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র মতে, বিকেলে পাগলপাড়ায় স্থানীয় বাঙালি কৃষক মোঃ শাহীন মিয়ার (৩৫) কাঁঠাল বাগানে একটি মোটরসাইকেল যোগে ২-৩জন ইউপিডিএফের সশস্ত্র সদস্য চাঁদা সংগ্রহের জন্য আসে। এসময় মোঃ শাহীন মিয়াসহ স্থানীয়রা লাঠি-সোঠা নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিক স্থানীয়দের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ইউপিডিএফ সন্ত্রাসীরা ২রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি (চট্র মেট্রো – হ ১৬-০৯৫৩) রেখেই সেখান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সাবজোন থেকে সেনা সদস্যরা ও নাকাপা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ২রাউন্ড গুলির খোসা ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরপরই সেনাবাহিনীর সাথে পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে নিয়েছে। জব্দকৃত মোটরসাইকেল ও গুলির খোসা থানায় জমা করা হয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।