করোনা রোগীর চিকিৎসায় রাঙামাটিতে স্বপ্নবুননের প্লাজমা ডোনেট সেল গঠন
 
নিউজ ডেস্ক
প্রানঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে করোনায় সুস্থ হওয়া রোগীদের প্লাজমা সংগ্রহ করে তা আক্রান্তদের থেরাপি দেয়ার কার্যকরী প্রমান পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে চলছে প্লাজমা থেরাপি। এরই মধ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা ডোনেট সেল গঠন করেছে জেলার একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নবুনন।
জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করে করেছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে প্লাজমা থেরাপি। কিন্তু এর নির্দিষ্ট কোন তথ্য সেল না থাকায় রোগীদের পড়তে হচ্ছে বিপাকে। রাঙামাটির কোনো রোগীর যদি চিকিৎসাকার্যে প্লাজমা সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে হঠাৎ করে ডোনারের অভাব পড়তে পারে। সে লক্ষেই রাঙামাটিতে এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
এ ব্যাপারে জানতে চাইলে স্বপ্নবুননের টিম সমন্বয়ক নাজিমুল ইসলাম সেতু জানিয়েছেন, ‘প্লাজমা থেরাপির ব্যবহার পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, এর সফলতাও এসেছে। তাই পার্বত্য অঞ্চলের কথা ভেবে আমাদের এই উদ্যোগ। এই কাজ অনেক চ্যালেঞ্জিং হবে। তবুও আশাবাদী, আমরা সফল হব। পূর্ব প্রস্তুতি নিয়ে সঠিক সময়ে তা কাজে লাগাব। আমরা চেষ্টা করছি প্রতিবেশি পার্বত্য জেলাতেও যেন এমন উদ্যোগ দ্রুত নেওয়া হয় সে ব্যবস্থা করার।’
