ঈদ পরবর্তী সময়ে বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা, কৃতজ্ঞতা পাহাড়ী জনগোষ্ঠীর - Southeast Asia Journal

ঈদ পরবর্তী সময়ে বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা, কৃতজ্ঞতা পাহাড়ী জনগোষ্ঠীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

ঈদ পরবর্তী সময়ে দরিদ্র ও পাহাড়ে বসবাসরত প্রান্তিক মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের দুইটিলা এবং মাসালং এলাকায় বসবাসরত সাধারণ মানুষ আজ শুক্রবার (২৯ মে) এই সহায়তা পেয়েছেন। দুর্গম অঞ্চলগুলোতে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে পাহাড়ীদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন অধিনস্ত বাঘাইহাট জোনের সেনা সদস্যরা।

এলাকাবাসী জানান, তারা সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন এবং সেনাবাহিনীর এই ধরনের কাজে কৃতজ্ঞ।

সেনাবাহিনীও জানিয়েছে, ভবিষ্যতেও পাহাড়বাসীর যেকোন দূর্যোগে অব্যাহত থাকবে সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম।