ডাক বিভাগের নিজস্ব পরিবহণে বিনামাসুলে ঢাকায় পৌঁছাবে খাগড়াছড়ির ফলজপণ্য
 
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নিজেদের উৎপাদিত ফলজপণ্য বিক্রি ও বাজারজাত করা নিয়ে কৃষকের দুঃশ্চিন্তা এবার ঘুচলো ডাক অধিদপ্তরের ‘কৃষকবন্ধু’ কর্মসূচির আওতায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে। এ প্রক্রিয়ায় কৃষকরা ঘরে বসেই বিক্রয়লদ্ধ পণ্যের অর্থ পেয়ে যাবেন। এর ফলে কোন মধ্যস্বত্বভোগী ছাড়াই ঘরে বসেই পণ্যের উপযুক্ত মূল্য পাবেন। মোটকথা, বিনা মাসুলে ডাক বিভাগের পরিবহনে রাজধানীতে পৌঁছাবে খাগড়াছড়ি জেলার উৎপাদিত সব ধরনের ফলজপণ্য। এই সেবা চালু হওয়ার মধ্য দিয়ে খাগড়াছড়ির ফলবাগানী ও ফল ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশার বাস্তব প্রতিপলন ঘটেছে বলে মনে করছেন এই খাতের সাথে সংশ্লিষ্টরা।
গত শনিবার (৩০ মে) বিকেলে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেলি কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ির কৃষকদের উৎপাদিত ৪০ হাজার লিচু পরিবহন কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা জানান।
ডাক বিভাগের সূত্রে জানা গেছে, দেশব্যাপি ডাক পরিবহনে ব্যবহৃত ডাক বিভাগের রাজধানী ফেরত গাড়িগুলো কৃষকের উৎপাদিত পন্য ব্যবহারে কাজে লাগানো হবে। এতে সরকারের অতিরিক্ত কোন অর্থ ব্যয় হবে না। পর্যায়ক্রমে এই সেবা সারাদেশে সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় চালু হওয়া এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব মো: নুর-উর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
