৩১শে মে থেকে রাঙামাটিতে সিএন‌জি ও লঞ্চ চলবে- কর্তৃপক্ষ - Southeast Asia Journal

৩১শে মে থেকে রাঙামাটিতে সিএন‌জি ও লঞ্চ চলবে- কর্তৃপক্ষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনার সংক্রমণ এড়াতে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি পার্বত্য জেলা জুড়ে চালু হচ্ছে সিএনজি ও নৌপথের বাহন লঞ্চ।

সামা‌জিক দুরত্ব ও স্বাস্থ্য‌বি‌ধি মেনে আগামী ৩১শে মে (র‌বিবার) থেকে রাঙামা‌টির অভ্যন্থরে চলাচল করবে সিএন‌জি ও লঞ্চ। তবে, দুর পাল্লার বাস চলাচলে এখনো কোন সিদ্ধান্ত হয়‌নি। ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন রাঙামা‌টি অটো‌রিক্সা চালক কল্যান স‌মি‌তির সাধারন সম্পাদক ও সদর উপজেলা প‌রিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহ‌সিন রোমান এবং রাঙামা‌টি লঞ্চ মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মঈন উ‌দ্দিন সে‌লিম।

অটো‌রিক্সা চালক কল্যান স‌মি‌তির সাধারন সম্পাদক শহীদুজ্জামান মহ‌সিন রোমান জানান, স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে রাঙামা‌টি শহ‌রে সিএন‌জি সেবা পুনরায় চালু করা হচ্ছে। সামা‌জিক দুরত্ব ও স্বাস্থ‌্যবি‌ধি মেনে চালকরা সিএন‌জি চালাবে বলেও জানান তি‌নি।

রাঙামা‌টি লঞ্চ মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মঈন উ‌দ্দিন সে‌লিম বলেন, ‌জেলার ১০ উপজেলার ম‌ধ্যে ৮টি উপজেলার সাথে নৌপ‌থে যোগাযোগের ব্যবস্থা হিসাবে লঞ্চের গুরুত্ব অনেক। করোনার কারণে বন্ধ থাকায় এত‌দিন উপজেলাগুলোর সাথে জেলা শহরের যোগা‌যোগ বি‌চ্ছিন্ন ছিল। সরকারের নি‌র্দেশনা অনুসারে র‌বিবার থেকে সী‌মিত পরিসরে নৌ প‌থে লঞ্চ চলাচল করবে। সোমবার থেকে সামা‌জিক দুরত্ব ও স্বাস্থ্য‌বি‌ধি মেনে পুরোদমে লঞ্চ চলাচল করবে।

রাঙামাটি জেলা প্রশাসনের এন‌ডি‌সি উত্তম কুমার দাশ জানান, স‌রকার নির্দেশিত আইন মেনে প‌রিবহন চলবে। রাঙামাটি শহরে সিএনজি বা অটো‌রিক্সার ক্ষেত্রে যাত্রী বহনের ক্ষেত্রে চালকের দুইপাশে যাত্রী বসা যাবে। পিছনের সিটেও যাত্রী বসার ক্ষেত্রে সামা‌জিক দুরত্ব বজায় রাখতে হবে। তাছাড়া অন্যান্য প‌রিবহনেও সামা‌জিক দুরত্ব ও স্বাস্থ্য‌বি‌ধি নি‌শ্চিত করতে হবে। তবে, সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।