সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে মাটিরাঙ্গায় দুই দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রেখে সংক্রামক রোগ ছড়াতে সহায়তা করার অপরাধে দুই দোকানীকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমান আদালত।
রোববার (৩১ মে) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করে চৌধুরীপাড়ায় এক কুলিং কর্ণার ব্যবসায়ীকে দুই হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মাটিরাঙ্গা বাজারের মা ফার্মেসীকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় দশ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে মাটিরাঙ্গা বাজারে সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
