করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা অব্যাহত
 
নিউজ ডেস্ক
ঈদ পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা।
১লা জুন সকালে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশে মাটিরাঙ্গা জোনের আওতাধীন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার।
এসময় করোনা মহামারিতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে বলেও জানান তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান’সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, যা পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে মেজর মোঃ আরিফুর দৌলা, লেঃ তানজিল আহমেদ উপস্থিত ছিলেন।
