দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক উপজাতি নারীকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় মামলা দায়ের - Southeast Asia Journal

দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক উপজাতি নারীকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় প্রসীত পন্থি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক গত ৭জুন রাতে নিজ বাড়ি হতে অপহরণ করে নিয়ে এক পাহাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (৯ জুন) রাতে নির্যাতিতার ফুফাত ভাই বিজয় চাকমা বাদী হয়ে দীঘিনালা থানায় পাঁচ জনের নাম উল্লেখ্য করে এবং১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ জুন রাত আনুমানিক এগারোটার দিকে মামলার এক নম্বর আসামী আদে চাকমা (৫০) এর নেতৃত্বে ৫ জন এবং অজ্ঞাত ১০/১২জনের দূর্বৃত্ত্ব থাকার ঘরের বাশের দরজা ভেঙে চোখমুখ বেধে ৫/৬ কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে রাতভর নির্যাতন চালায়। পরদিন ৮জুন সকাল ৯টার দিকে সাধনাটিলা এলাকায় তাকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতার ফুফাত ভাই বিজয় চাকমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত গত ৭জুন রবিবার গভীর রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের লম্বাছড়া এলাকায় নিজ বাড়ি থেকে প্রসীত পন্থি ইউপিডিএফের সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক অপহৃত হন মেয়ে স্বপ্না চাকমা। অপহৃত স্বপ্না চাকমা একই এলাকার তরু চাকমার মেয়ে। অপহরণের পর তার উপর চলে ইউপিডিএফের পাশবিক নির্যাতন।

স্বপ্না চাকমা জানায়, রাতে চোখ-মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে উপজেলার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলার একটি বাড়িতে আটকে রেখে সন্ত্রাসীরা রাতভর তার উপর পাশবিক ও পৈশাচিক নির্যাতন চালায় স্বপ্না চাকমার উপর। স্বপ্না চাকমা জেএসএস (সংস্কার) দল করে এই সন্দেহের উপর ভিত্তি করেই তাঁর উপর এই বর্বর নির্যাতন চালায় সন্ত্রাসীরা। পরবর্তীতে রাতভর অত্যাচার ও পাশবিক নির্যাতন চালিয়ে সকালে তাকে ছেড়ে দেয়া হয়।