খাগড়াছড়িতে পুলিশসহ নতুন করে ৮ জনের করোনা পজেটিভ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে পুলিশসহ নতুন করে ৮ জনের করোনা পজেটিভ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে জ্যামিতিক হারে বাড়ছে করোনা পজেটিভ আক্রান্তের সংখ্যা। রোববার (১৪ জুন) সন্ধ্যায় পর্যন্ত ৫ পুলিশ সদস্যসহ ৮ জন নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। এ নিয়ে জেলায় মাত্র আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রোববার নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে ৫ জন, জেলা কারাগারে ১ জন এবং জেলা সদরের পল্টনজয় পাড়ায় ২জন।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪জন। জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রস্তুত রাখা হয়েছে ৮০ বেডের আইসোলেশন সেন্টার।