নানিয়ারচরে আনারস চাষীদের পাশে সেনাবাহিনী - Southeast Asia Journal

নানিয়ারচরে আনারস চাষীদের পাশে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা সংকটকালীন সময়ে প্রান্তিক চাষীদের নিকট থেকে ন্যায্য মূল্যে সবজি কেনার পাশাপাশি মৌসুমী ফল আনারস ক্রয় করে দরিদ্র চাষীদের সহায়তায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনাকে বাস্তবে রূপ দেয়ার অংশ হিসেবে এবার ২৪পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারের নির্দেশে রাঙ্গামাটি পার্বত্য জেলার আওতাধীন নানিয়ারচর থেকে আনারস ক্রয় করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

জানা যায়, নানিয়ারচরের সুস্বাদ্য আনারস সরবরাহের বিষয়টি দেশব্যাপী সর্বজন-বিদিত। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় নানিয়ারচরের আনারস চাষীরা আনারস বিক্রয় ও পরিবহন নিয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়। সমস্যাটি জানা মাত্র তা সমাধানের জন্য আনারস চাষী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ায় ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।

এ প্রেক্ষিতে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন আনারস ক্ষেত থেকে নগদ মূল্যে আনারস ক্রয় করে নানিয়ারচর জোনের তত্ত্বাবধানে ট্রাকযোগে নিয়মিত চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে প্রেরণ করা হচ্ছে। এতে প্রান্তিক চাষীরা ক্ষেত থেকে ন্যায্যমূল্যে আনারস বিক্রয় করার কারণে পরিবহন ভাড়া বাঁচিয়ে অধিক লাভবান হচ্ছে। সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে নানিয়ারচরের দরিদ্র আনারস চাষীরা অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞ।