বান্দরবানে পার্বত্য মন্ত্রীর গাড়ীচালক করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৭৯জন
![]()
নিউজ ডেস্ক
গত ২৪ঘন্টায় পার্বত্য জেলা বান্দরবানে ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত গাড়ী চালক। এ নিয়ে বান্দরবান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে।
স্বাস্থ্য বিভাগ জানায় , জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৯জন আর ১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টাইনে এ পর্যন্ত ১ হাজার ৯৫জন ছিল তার মধ্যে ১ হাজার ৩ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে , প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ৬ জনকে ছাড় দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৭শত ৯৫ জনের, তার মধ্যে রির্পোট মিলেছে ১হাজার ১শত ২৮ জনের, এদের মধ্যে ৭৯জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।