খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সক্রিয় কর্মী ধর্মজয় চাকমা নিহত হয়েছে। রোববার (২৮ জুন) দীঘিনালা উপজেলার দুর্গম হাজা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ধর্মজয় ত্রিপুরা উপজেলার একই এলাকার সুখীচরণ ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে বের হয় ধর্মজয় ত্রিপুরা । এসময় সন্ত্রাসীরা তার উপর অর্তকিত গুলি ছুড়লে দৌঁড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ধর্মজয় চাকমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, প্রতিপক্ষের হামলায় এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।