রাঙামাটির কাউখালীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান চোলাই মদসহ আটক ১ - Southeast Asia Journal

রাঙামাটির কাউখালীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান চোলাই মদসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে অভিযান চালিয়ে ৪১৭ লিটার চোলাই মদসহ চাতুয়াই মারমা (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৭। গত ২৭ জুন শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় উপজেলা বেতবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া বাজার দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪১৭ লিটার মদসহ তাকে আটক করা হয়। আটককৃত চাতুয়াই মারমা বেতবুনিয়া বাজার দক্ষিণ পাড়া এলাকার মৃত উদিনা মারমার ছেলে। সে অবৈধভাবে চোলাই মদ তৈরী করে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, র‌্যাব ৭, সিপিসি-২ হাটহাজারীর একটি টিম চট্টগ্রামের রাউজান উপজেলার সদর এলাকায় অপারেশন ডিউটি চলাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বেতবুনিয়া বাজার দক্ষিণ পাড়ার একটি বাড়ীতে বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাই মদ মজুদ আছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় বাড়িটিতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ চোলাই মদ, মত তৈরীর সরঞ্জাম সহ চাতুয়াই মারমা (৪০) কে আটক করা হয়।

কাউখালী থানার অফিসার মোঃ শহিদ উল্ল্যাহ পিপিএম জানান- অভিযানে নেতৃত্বে দেওয়া র‌্যাব ৭, সিপিসি-২ হাটহাজারীর ডিএডি মোঃ আব্দুল মবিন বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে আটককৃত চাতুয়াই মারমাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।